০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ১০:৫১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৬ বার পড়া হয়েছে।

উজানে ভারতে ভারি বর্ষন, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে সিলেট তথা বিয়ানীবাজার এলাকায় নদ-নদীর পানি বাড়ছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কানাইঘাট ও জকিগঞ্জের আমলসিদে বিপদসীমা ছাড়িয়েছে।

এছাড়া জেলার সকল নদীর পানিও বাড়ছে। উজানে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেটের সুরমা কুশিয়ারা তীরবর্তী ও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট অফিস জানায়, মঙ্গলবার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ও কুশিয়ারার পানি আমলসিদ পয়েন্টে ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

মঙ্গলবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটের সবকটি নদীর পানি বেশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সুরমার পানি কানাইঘাট পয়েন্টে ৮২ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ৩৩ সেন্টিমিটার, কুশিয়ারার পানি আমলসিদে ৬৮ সেন্টিমিটার, শেওলায় ৫১ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ২১ সেন্টিমিটার, শেরপুরে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

বিয়ানীবাজার উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রধান নদী সুরমা ও কুশিয়ারায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন