# আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ
বিয়ানীবাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশ উপলক্ষে ব্যাপক প্রচারনা চালানো হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৌরশহরের অনুষ্ঠানস্থল পরিদর্শন করে শহরে প্রচারপত্র বিতরণ করেন।
আগামী ২২ নভেম্বর, শনিবার বিকাল ৩ টায় বিয়ানীবাজার পিএইচজি স্কুল মাঠে এ যব-ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৬ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি শিক্ষার্থীদের নেতৃত্ব, দেশের সমকালীন প্রেক্ষাপটে তরুণ সমাজের ভূমিকা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) জেনারেল সেক্রেটারি (জিএস) এস এম ফরহাদ। ছাত্র অধিকার, সংগঠন পরিচালনা, নেতৃত্ব বিকাশ এবং সমাজ পরিবর্তনে তরুণদের বাস্তব ভূমিকা নিয়ে তিনি তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখবেন।
সমাবেশ শেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবেশনা করবে দেশের জনপ্রিয় সাইমুম শিল্পী গোষ্ঠী ঢাকা।
আয়োজক কমিটি জানায়, ছাত্র ও যুব সমাজকে সুশিক্ষা, সচেতনতা এবং দায়িত্বশীল ভবিষ্যতের পথে উদ্বুদ্ধ করতেই এই সমাবেশের আয়োজন। তারা আশা করছেন, বিয়ানীবাজারের বিপুল সংখ্যক ছাত্র, যুবক, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণ এই বৃহৎ আয়োজনে অংশগ্রহণ করবেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225