২০২৪ সালের জুলাই-আগষ্টে ফ্যাসিবাদ বিরোধী শহীদ সন্তানদের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।
শনিবার সকাল থেকে তিনি এ কর্মসূচি শুরু করেন।শুরুতে পৌরশহরের ফতেহপুরস্থ পারিবারিক কবরস্থানে শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। তখন তার আত্মার মাগফেরাতের জন্য মোনাজাত করেন ইউএনওসহ অন্যরা। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম, মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, শহীদ সাংবাদিক তুরাবের ভাই আবু জাফর মো: জাবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর মুল্লাপুরে শহীদ তারেক আহমদ ও শহীদ ময়নুল ইসলাম এবং পরে চারখাইয়ে শহীদ সোহেল আহমদের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার। অপর শহীদ রায়হান আহমদকে তার নিজ জেলায় দাফন করা হয়েছে।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। আমরা সব সময় তাদের পরিবারের পাশে রয়েছি এবং বিভিন্নভাবে সহযোগিতা করছি।’
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225