বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী দুবাগ ইউনিয়নের দুবাগ এলাকায় থেকে দুইটি পিকআপ ভ্যানবর্তী কাট জব্দ করেছে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়ন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভ্যান দুইটি জব্দ করে বিজিবি।
বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ভারত সীমান্তের বাংলাদেশের ৪ কিলোমিটার অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগে মালিকবিহীন দুইটি পিকআপ ভ্যানবর্তী কাট জব্দ করা হয়েছে। বিজিবি ৫২ ব্যাটলিয়নের টহল দল পিকআপ ভ্যান ও কাঠ জব্দ করে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিজিবি টহলদল মালিকবিহীন কাঠ ও পিকআপ ভ্যান জব্দ করেছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225