বিয়ানীবাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে এক বিধবার ঘর। পরনের কাপড় ছাড়া সবই পুড়ে ছাই হয়ে গেছে। দুপুরে ঘরের পাশে বসে কাঁদছেন পঞ্চাশোর্ধ বিধবা নারী আছমা বেগম। তার কান্নায় আকাশ বাতাস ভারি হচ্ছে। অগ্নিকান্ডের ঘটনাটি শনিবার (৩রা মে) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ বড়্গ্রামে ঘটেছে।
কান্নাজড়িত তিনি জানান, এক মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই থাকতেন বাড়িতে। মানুষের বাড়িতে কাজ করে সবার সাহায্য সহযোগীতায় গড়ে তুলেছিলেন ঘর। অগ্নিকান্ডের রাতে তিনি ঘরে ছিলেন না, ছিলেন স্বজনের বাড়িতে। তার দাবী স্থানীয় কিছু লোক পূর্ব বিরোধের জের ধরে তার ঘরে আগুন দিতে পারে।
প্রতিবেশী রফিক উদ্দিন জানান, তারা আগুন দেখে বেরিয়ে আসেন এবং পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় ঘরের মালিককে ফোন দিয়ে অগ্নিকান্ডের খবর দেন। এছাড়াও অগ্নিকান্ডের সময় সন্দেহজনক পরিচিত ৪-৫ জন যুবককে দৌড়ে পালাতে দেখেন।
অসহায় বিধবা নারী আছমা বেগম আবার ঘুরে দাড়াতে সবার কাছে সহযোগীতা চেয়েছেন এবং তার ঘর তৈরিতে সহযোগীতার আহ্বান জানান সাধারন মানুষ। তার সাথে যোগাযোগের নাম্বারঃ +8801784647271, বিকাশ (পারসোনাল) নাম্বার- 01870545139
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT