বিয়ানীবাজারের বাসস্ট্যান্ডে কান্নারত অবস্থায় খুঁজে পাওয়া এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
সিলেট নগরী থেকে তানভির (১০) নামের ওই শিশু অসাবধানতাবশত: বিয়ানীবাজার চলে আসে। পরে পুলিশ শিশুটির পরিবারের খোঁজ শুরু করে।
বৃহস্পতিবার রাতেই খোঁজে পাওয়া ওই শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান।
এমন কাজে উচ্ছাস প্রকাশ করে বিয়ানীবাজার থানার নিজস্ব ফেসবুক আইডি থেকে ওসি লিখেন-’অনেক চেষ্টার পর অবশেষে বিয়ানীবাজার বাসস্ট্যান্ডে কান্নারত শিশু তানভীরকে তার পরিবারের সন্ধান দিতে পেরে ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ সাবেক ক্রিকেটার রাজিন সালেহ ভাই গভীর রাতে ফোন রিসিভ করে সহায়তার জন্য।’
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT