বিয়ানীবাজারে নিত্য পণ্যের দাম স্থিতিশীল, কমেছে সবজি ও ব্রয়লার মোরগের দাম

- আপডেট সময়ঃ ০৪:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার পৌরশহরে নিত্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম স্থিতিশীল এবং কিছু পণ্যের দাম কমেছে। একই সময়ের ব্রয়লার মোরগের দাম কিছুটা কমলেও বেড়েছে মাছের দাম।
শহর ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় আলুর দাম কমেছে। একই সাথে স্থিতিশীল রয়েছে পেয়াজ, রসুন ডালসহ অন্যান্য পণ্যের দাম।
কেজিতে ব্রয়লার মোরগের দাম কমলেও নিম্ন ও মধ্য আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।
দাম কমেছে সবজির। বাজারে শীতকালীন সবজির পাশাপাশি পাওয়া যাচ্ছে গ্রীষ্মকালীন সবজির। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা করে কমেছে।
রুই মাছসহ কিছু মাছের দাম চলতি সপ্তাহে বেড়েছে। মাছের দাম বৃদ্ধি পেলেও কমেছে গার্সকার্পের দাম। বড় আকারের গার্সকার্প প্রতি কেজি ৩শত থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যসহ অন্যান্যের দাম উঠানাম করলেও পণ্য সরবরাহ ও দামের দিক থেকে বাজার স্থির রয়েছে। তবে ব্রয়লারসহ কিছু পণ্যের উচ্চ মূল্য নিয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ।