বিয়ানীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ও বৈষম্য বিরোধী আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার আসামী ফাহিম আহমদ (২৫) কে গ্রেফতার করা হয়েছে। তিনি দক্ষিণ ফতেহপুর (দাসগ্রাম) এর সফিক উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের পিএইচজি হাইস্কুলের খেলার মাঠ থেকে তাকে আটক করেন ছাত্র-জনতা।
এরপর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ফাহিম আহমদ গত ৫ আগস্ট সরকার পতনের পর গুলিতে নিহত ময়নুল ইসলাম হত্যা মামলার (নং ০৭, তাং ২৬-০৮-২০২৪ইং) এজাহারনামীয় আসামী। নিহতের স্ত্রী শিরিন বেগম ওই মামলার বাদী।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT