বিয়ানীবাজার থানায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিয়ানীবাজার থানা সূত্রে জানা যায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় সোমবার (১২ জানুয়ারি ২০২৬) এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলীর সার্বিক সহযোগিতায় এএসআই (নিঃ) মোহাম্মদ রিপন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. রাসেল মিয়া (পিতা: সফর উদ্দিন), বিয়ানীবাজার থানার খশিরবন্দ হাতিটিলা এলাকার বাসিন্দা। তিনি জিআর-১২০/২০১৭ নম্বর মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ১৯(১)/১(খ)/৯(খ) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।
গ্রেফতারের পর তাকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225