সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বিয়ানীবাজারে পোস্টাল ব্যালটে ভোট দিতে বেশী আবেদন লন্ডন প্রবাসীদের

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৫:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ৫১ বার পড়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিয়ানীবাজার উপজেলার ৯৫৩৩ জন ভোটার নিবন্ধন করেছেন। তবে নিবন্ধনের পর ভোট দানের অনুমোদন পেয়েছেন ৯৪০৭জন ভোটার। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোটার নিবন্ধন করেছেন। বিয়ানীবাজারের নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ৭৯২২ জন এবং মহিলা ১৬১১ জন। লন্ডন থেকে সবচেয়ে বেশী ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহ দেখিয়েছেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আহসান ইকবাল জানান, প্রবাসীরা ভোট প্রদান করে তা সরাসরি সংশ্লিস্ট রিটার্নিং অফিসারের কাছে প্রেরণ করবেন। রিটার্নিং অফিসার তা কেন্দ্রভিত্তিক প্রিসাইডিং অফিসারের কাছে জমা দিবেন।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন