সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

বিয়ানীবাজারে বিজিবি’র অভি/যানে ভারতীয় অ/বৈ/ধ জিরার চালান আ/ট/ক

সংবাদ বিজ্ঞপ্তি:
  • আপডেট সময়ঃ ০৩:৩৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজারে বিজিবি অভিযানে মালিকবিহীন ভারতীয় অবৈধ ৫ হাজার ৫৪৫ কেজি জিরা আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ যাবতকালের সবচেয়ে বড় চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি। বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশসহ যেকোন ধরনের নাশকতা এড়াতে বিজিবি তৎপর রয়েছে।

ভারত সীমান্তের চোরচালান পণ্যের নিরাপদ রোট সিলেট-চারখাই-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের চারখাই-বিয়ানীবাজার এলাকা। প্রায় প্রতিদিন বিজিবি চেকপোস্টে এ সড়ক দিয়ে চারাচালানকালে আটক করা হচ্ছে গরু, মাদক, সিরাগেটসহ ভারত থেকে অবৈধভাবে আসা নানা ধরনের পন্য। মহাসড়কের শেওলা সেতু এলাকায় বিজিবি একমাত্র চেকপোস্ট থাকায় চোর কারবারিরা বড়লেখা ও জুড়ি সীমান্ত দিয়ে চোরাচালান করা পণ্য বিয়ানীবাজারের তিলপাড়া ও মাথিউরা এবং গোলাপগঞ্জের চন্দরপুর সুনামপুর সড়ক ব্যবহার করে চোরাই পণ্য সিলেট হয়ে দেশের অন্যান্য এলাকায় পাচার করছে। এ সীমান্ত দিয়ে বিভিন্ন ব্যান্ডের সিগারেট চোরাচালান হয়ে দেশের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি সদরদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা সেতু এলাকায় বিজিবি টহল দল সীমান্তের ৩ কিলোমিটার অভ্যন্তরে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার ৫৪৫ কেজি ভারতীয় জিরা আটক করা হয়। যার সিজার মূল্য ৮১ লাখ ৬৭ হাজার ৫শত টাকা।

ভারতীয় অবৈধ জিরার বিশাল এ চালান দুপুরে আটকের পর গতকাল শনিবার বিকালে ৫২ বিজিবি সদর দপ্তরে তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ। তিনি বলেন, ৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভারতের সাথে ১১৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। সমতলসহ দুর্গম পাহাড়ি এলাকা সত্তে¦ও বিজিবি শতভাগ টহলের কারণে সীমান্ত ও দেশের অভ্যন্তরে বেশিরভাগ চোরাচালান পণ্য আটকে সমর্থ হয়েছে। বিশেষ করে বিয়ানীবাজার উপজেলার চারখাই-বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়ক দিয়ে চোরাচালান পণ্য পরিবহন বন্ধ করতে বিজিবি শেওলা সেতু এলাকায় একটি চেকপোস্ট বসিয়েছে। অস্থায়ী এ চেকপোস্টে ইতোমধ্যে ভারতীয় গরু, কাঠ, সিগারেটসহ নানা অবৈধ পণ্য আটক করেছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সব সময় তৎপর। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে অবৈধ অনুপ্রবেশ রোধসহ অবৈধ অস্ত্র এবং ওপার থেকে সীমান্ত পাড়ি দিয়ে যাতে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরী না হয় সে বিষয়ে সীমান্তে বিজিবির কড়া নজরধারী রয়েছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, চোরাচালান বন্ধে বিজিবি সোর্স কাজ করছে। সীমান্ত এলাকাসহ উপজেলার বাসিন্দারা সন্দেহজনক কিছু দেখলে বিজিবিকে জানানোর অনুরোধ করেন। শনিবার বিজিবি টহল দলের হাতে আটককৃত ৫ হাজার ৫৪৫ কেজি জিরা কাস্টমস কৃর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন