কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের নির্বাচনী জনসভা সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে সভা শেষে চুরির গুজবে এক প্রবাসীকে হেনস্তা করার ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পৌরশহরের দক্ষিণ বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর।
সভাস্থলে একাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে উপস্থিত অনেকেই জানান। তবে এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব চুরির ঘটনায় উপজেলার বাইরের কিছু ব্যক্তি জড়িত থাকতে পারেন।
এ সময় মধ্যপ্রাচ্য প্রবাসী সাহাব উদ্দিন (৫০) নিজের মোবাইল ফোন হারিয়ে ফেলেন। তিনি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল হারানোর পর সাহাব উদ্দিন সন্দেহভাজন এক ব্যক্তিকে ধমক দিলে কয়েকজন তার ওপর চড়াও হয়। আত্মরক্ষার্থে তিনি দৌড় দিলে ওই চক্র তার পিছু ধাওয়া করে মব তৈরি করে। পরে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে সাহাব উদ্দিন নির্দোষ প্রমাণিত হন। বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এসআই হাবীব বলেন, “মিথ্যা অপবাদ দিয়ে এক প্রবাসীকে হেনস্তা করা হয়েছিল। তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় জিম্মামূলকভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”ঘটনার সময় প্রবাসীর মানিব্যাগ ও বাসার চাবি হারিয়ে যায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, মব তৈরিকারীরা জেলার অন্যান্য উপজেলা থেকে আগত ছিল।
ঘটনার পরপরই কয়েকটি ফেসবুক আইডি থেকে “মোবাইল চোর আটক” শিরোনামে ওই প্রবাসীর ছবি ও ভিডিও আপলোড করা হয়। এতে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন,
“ভিউয়ের আশায় কিছু ব্যক্তি না বুঝে মানুষের চরিত্র নিয়ে খেলা করছে। এটি অত্যন্ত নিন্দনীয়। যারা এমন অপপ্রচার করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় সচেতন মহল সামাজিক মাধ্যমে যাচাইবাছাই ছাড়া তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225