বিয়ানীবাজারে যুবদলের পৃথক কর্মীসভায় নেতারা বলেছেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, বরং দেশের পরিবর্তনের রূপরেখা। এই লক্ষ্য অর্জনে তৃণমূল যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
[caption id="attachment_6169" align="aligncenter" width="921"] উপজেলা পরিষদ হলরুম[/caption]
নতুন নেতৃত্বে শক্তিশালী কমিটি,সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা যুবদল সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, “তৃণমূল সংগঠনকে শক্তিশালী না করতে পারলে রাজপথে সফল হওয়া যাবে না। বলিষ্ঠ ও সক্রিয় নতুন নেতৃত্ব গড়াই হবে আমাদের মূল লক্ষ্য।”
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, “বিভক্তি নয়, ঐক্যবদ্ধ যুবদল গড়ে তুলতে হবে। সামনে কঠিন সময় আসছে—সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সৎ, দক্ষ ও সাহসী নেতৃত্ব দরকার।”
তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি। এ দফাগুলোই দেশের মানুষের মুক্তির সনদ।
[caption id="attachment_6170" align="aligncenter" width="976"] স্থানীয় একটি রেস্টুরেন্টে[/caption]
উপজেলা যুবদলের কর্মীসভা উপজেলা পরিষদ হলরুমে আহবায়ক আব্দুল করিম তাজুলের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের কর্মীসভা স্থানীয় একটি রেস্টুরেন্টে আহবায়ক হোসেন আহমদ দোলনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক নজমুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
কর্মীসভা উপলক্ষে বুধবার সকাল থেকে পদপ্রত্যাশী নেতৃবৃন্দ পৃথকভাবে শো-ডাউন করে নিজেদের শক্তি প্রদর্শন করেন। সভায় জানানো হয়, অচিরেই উপজেলা ও পৌর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT