সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০১:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বিয়ানীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৮:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ৪৭ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বিয়ানীবাজারের ভূমিপুত্র শহীদ জিসি দেবের স্মরণস্তম্ভেও পুষ্পশ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধার্ঘ অর্পণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান, কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মুবিন হাই, সহকারী কমিশনার ভূমি আব্দুর রহমান, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ, সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, তথ্য কর্মকর্তা শিউলি বেগম, ফায়ার সার্ভিসের ইনচার্জ সুকুমার সিংহ, উপ প্রকৌশলী সুজন মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার এম. এ কাদির, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় দায়িত্বশীলরা।উপস্থিতবৃন্দ জানান, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

শেষে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন