বিয়ানীবাজারের প্রায় সবক’টি শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা) পালিত হয়েছে। এতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় অবিভাবকরা উপস্থিত ছিলেন।
শনিবার দিনব্যাপী বিয়ানীবাজার সরকারি কলেজ, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়, খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনসহ অন্যান্য প্রতিষ্ঠানে ইসলামী কুইজ প্রতিযোগীতা, গজল-হামদ-নাতসহ মহানবী হযরত মোহাম্মদ (সা) এর জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করা হয়।
বিয়ানীবাজার সরকারি কলেজ মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ, কুইজ ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের সহকারী অধ্যাপক আতিকুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ ও উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম।
এদিকে শুক্রবার বাদ জুম্মা বিয়ানীবাজার পৌরশহরে বিশাল র্যালী ও আলোচনা সভার আয়োজন করে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা) বাস্তবায়ন কমিটি। র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার কামিল মাদরাসার সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হযরত মাওলানা হেলাল আহমদ খাঁন। উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT