বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতায় ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃ ত্যু

- আপডেট সময়ঃ ০৩:৪৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবু মাজেদ (১৩) গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে পানিতে ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের পাশের একটি পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা জানান, প্রতিযোগিতার সময় মাজেদ পুকুরের মাঝ বরাবর গিয়ে ডুবে যান। দীর্ঘ প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবু মাজেদ বিয়ানীবাজার পৌরসভার কসবা কোনা টিলা এলাকার ইমাম উদ্দিনের ছেলে। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা হাসপাতালে ছুটে আসেন। তাদের কান্নায় হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে।
মর্মান্তিক এ ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না হাসপাতালে ছুটে যান এবং স্বজন, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এদিকে, বিয়ানীবাজার থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হেফাজতে নেয়। পরিবারের ইচ্ছানুযায়ী ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্নের প্রস্তুতি চলছে। দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির আহমদ বলেন, “এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। মাজেদ সাঁতার জানত। তারপরও এমন দুর্ঘটনা প্রমাণ করে, ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতার আগে আরও সতর্কতা অবলম্বন করা জরুরি।”
এই মৃত্যুর ঘটনায় পুরো বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।