০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

বিয়ানীবাজারে স্থায়ীভাবে অপসারিত হলেন ইউপি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ১০:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ এবং চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ২০ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ইউপি-১ শাখার একটি স্মারকের আলোকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চেয়ারম্যান আমানকে অপসারণ এবং চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ইউপি-১ শাখার প্রেরিত স্মারকে উল্লেখ, ‘জনস্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ) আইন- ২০০৯ এর ৩৪ (৪) (ক) ও (ঘ) ধারায় অপরাধ করায় একই আইনের ৩৪ (৬) ধারা মোতাবেক তাঁকে স্বীয় পদ থেকে অপসারণ করা হয়।’

উল্লেখিত স্মারক পত্রে, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ) আইন- ২০০৯ এর ৩৫ (১) ও (২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আমি গোলাম মুস্তফা মুন্না, উপজেলা নির্বাহী অফিসার, বিয়ানীবাজার, সিলেট সর্বসাধারণের জ্ঞাতার্থে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আমান উদ্দিন, পিতা আব্দুল কাইয়ুম, মিনারাই, মাথিউরা ইউনিয়ন বিয়ানীবাজার সিলেট এর পদটি এতদ্বারা শূন্য ঘোষণা করলাম।’

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মাথিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক চেয়ারম্যান মো. আমান উদ্দিন। তারেক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী ছিলেন। উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহ জামিনের পর চলতি বছরের ৩০ জুন সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে প্রেরণ করেন। এখনো তিনি কারাগারে আটক আছেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন