বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ০৮:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ২৬৩ বার পড়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার (২০ আগস্ট) বিকেলে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিফজুল ইসলাম চৌধুরী সুমনের সভাপতিত্বে
সদস্য সচিব আফজাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবেন উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক টিটন মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য খন্দকার ফয়েজ আহমেদ, রোমেল আহমদ রোশন, বেলাল খান, মুস্তাক আহমদ, সমর আলী, দুলাল আহমদ, সুজন মিয়া। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, সদস্য বৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক টিটন মল্লিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সংস্কার প্রস্তাবনা মানুষের ঘরে ঘরে পৌছে দিতে হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ আহবান জানান।