স্মরণকালের স্বচ্ছ প্রক্রিয়ায় বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আওতাধীন বেশ কয়েকটি হাট-বাজার ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রকাশ্যে ইজারা বাক্স খুলে সর্বোচ্চ দরদাতাকে হাট-বাজারের ইজারা দেয়া হয়। এতে ইজারাপ্রাপ্তরা যেমন খুশী হয়েছেন ঠিক তেমনি যারা ইজারা পাননি তারাও কোন অভিযোগ করতে পারেননি।
জানা যায়, মঙ্গলবার বেলা ১টায় ইজারা প্রক্রিয়ার আবেদন জমা দেয়ার নির্ধারিত সময় শেষ হলে বিকাল ৩টায় উপস্থিত সবার সামনে টেন্ডার বাক্স খোলা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্নাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাট-বাজার ইজারা নিতে এবার কোন সিন্ডিকেটকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে ২-১টি বাজারে ইজারা মূল্য তুলনামুলক কম হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। উপজেলা প্রশাসন কর্তৃক রামদা বাজার, চারখাই বাজার, দুবাগ বাজার, বারইগ্রাম বাজারসহ অন্যান্য ছোট হাট-বাজারগুলোও ইজারা দেয়া হয়। এতে গতবারের দামের সাথে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ দরদাতা হাট-বাজার ইজারা পান। উপজেলার বেশ কয়েকটি বাজারের ইজারার আয় স্থানীয় মসজিদ-মদ্রাসায় ব্যয় হয়।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না বলেন, ইজারা প্রক্রিয়া প্রতিযোগিতামূলক হয়েছে। শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়া হয়েছে, দরপত্র সবার জন্য উন্মুক্ত।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT