সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘ এক বছর ধরে মারাত্মক ডাক্তার সংকটে ভুগছে। ৫০ শয্যা বিশিষ্ট এই সরকারি হাসপাতালটি শুধু বিয়ানীবাজার উপজেলার নয়, পাশাপাশি বড়লেখা ও জকিগঞ্জ থেকেও অসংখ্য রোগী চিকিৎসার জন্য এখানে আসেন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বর্তমানে একজন মেডিকেল অফিসার ও কয়েকজন ডিএমএফ চিকিৎসকের ওপর নির্ভর করেই জরুরি বিভাগ ও আউটডোর চালানো হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জটিল রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অনেককে বাধ্য হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বা প্রাইভেট ক্লিনিকে যেতে হচ্ছে।
https://www.youtube.com/watch?v=O26uKlutVew
অন্যদিকে, হাসপাতালটিতে পর্যাপ্ত পরিমাণ ঔষধ সরবরাহ না থাকায় রোগীদের ভোগান্তি আরও বেড়েছে। রোগীরা অভিযোগ করেছেন—ডাক্তার নেই, ঔষধ নেই—এই অবস্থায় তারা মারাত্মক সমস্যায় পড়েছেন।
স্থানীয়রা জানান, এই হাসপাতালটি এলাকার লাখো মানুষের একমাত্র ভরসা। তাই অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার নিয়োগ এবং পর্যাপ্ত ঔষধ সরবরাহ নিশ্চিত করার দাবি তুলেছেন তারা। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষ আরও ভয়াবহ চিকিৎসা সংকটে পড়বে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT