০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনে ভোটার বেড়েছে প্রায় ১৭ হাজার, খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ১১:৪৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে।

জাতীয় সংসদের ২৩৪, সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে গত দেড় বছরে ভোটার বেড়েছে প্রায় ১৭ হাজার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় এ তথ্য পাওয়া গেছে।

খসড়া তালিকা অনুসারে সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) ভোটার বেড়েছে ১৬ হাজার ৭০০জন। বর্তমানে এই আসনে মোট ভোটার রয়েছেন চার লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৮ হাজার ২০৮ জন এবং নারী ভোটার দুই লাখ ৪১ হাজার ২৪১ জন। এই আসনেও তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিল চার লাখ ৭২ হাজার ৭৪৯ জন।

এদিকে, ভোটার বাড়লেও বিয়ানীবাজার-গোলাপগঞ্জে ভোটগ্রহণ কেন্দ্র অথবা কক্ষের সংখ্যা বাড়েনি। দুই উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৯২টি। এরমধ্যে গোলাপগঞ্জে ১০৩ টি, বিয়ানীবাজারে ৮৯টি।

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল জানান, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যে কেউ আপত্তি বা দাবি জানাতে পারবেন। এরপর এটি নিয়ে শুনানি হবে। শুনানির পরে অক্টোবর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর এটিই চূড়ান্ত তালিকা হিসেবে ত্রয়োদশ নির্বাচনের জন্য নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাস্তবায়ন হওয়ায় নতুন করে ভোটার বেড়েছে। তাছাড়া প্রতিদিনই নির্বাচন অফিসে নতুন করে ভোটার নিবন্ধিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন