০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

বিয়ানীবাজার-গোলাপগঞ্জে ধানের শীষ হাতছাড়ার গুজবে বিএনপি নেতার উদ্বেগ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০২:০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে।

বিএনপি জোটের প্রার্থী নিয়ে মুখ খুলেছেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকস্মিক এক ভিডিও বার্তায় তিনি বলেন, সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনে আসনে বিএনপির প্রার্থীজট নিয়ে বিব্রত দলীয় হাইকমান্ড। এই আসনে দলের গ্রুপিং-কোন্দল মেটাতে জোটের শরীক অন্য কাউকে প্রার্থী ঘোষণা দিতে পারেন বলে গুঞ্জন আছে। তিনি এই গুঞ্জন আমলে নিয়ে বিএনপির সকল প্রার্থীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ ঠিকিয়ে রাখার অনুরোধ করেন।

নিজস্ব ফেসবুক আইডি থেকে সিদ্দিক আহমদ বলেন, সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনে আসন বিএনপির ঘাঁটি। কেন্দ্রীয় হাইকমান্ডকে তা জানাতে হবে।

তিনি সম্প্রতি ছড়িয়ে পড়া এক গুজব নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, এমন হলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলায় বিএনপি দূর্বল হয়ে পড়বে। গত ১৫-১৬ বছরের আন্দোলন-হয়রানির কথা দলীয় নেতাকর্মীরা ভূলেনি। দলীয় নেতাকর্মীদের হৃদয়ে আঘাত লাগে এমন কিছু করলে কষ্ট লাগবে।তিনি বলেন, অনেক বঞ্চনার পর ২০১৮ সালে এই আসনে ধানের শীষ ফিরিয়ে আনা হয়েছে। তা যেন হাতছাড়া না হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন