১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসন: মানবিক কাজে মন সম্ভাব্য প্রার্থীদের

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৭:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ৩২ বার পড়া হয়েছে।

মানবিক কাজকে প্রাধান্য দিয়ে নির্বাচনী পথে হাঁটছেন বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনের সম্ভাব্য প্রার্থীরা। ভালো কাজে উৎসাহ দেয়ার পাশাপাশি তাঁরা অংশ নিচ্ছেন। তরুণ এবং নির্দলীয় ভোটারদের মন জয়ে আধুনিক মনোভাবে নির্বাচনী রাজনীতির মাঠে রয়েসয়ে এগোচ্ছেন তারা। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত নিজের পক্ষে নেয়ার চেষ্টা করছেন সিলেট-৬ আসনের প্রতিদ্বন্ধিরা।

সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বিয়ানীবাজার-গোলাপগঞ্জের দুই উপজেলায় একাধিক ঘর নির্মাণ করে দিয়েছেন। তরুণদের আকৃষ্ট করতে ক্রীড়া সামগ্রী প্রদান করছেন তিনি। রাস্তাঘাট সংস্কারেও এগিয়ে আসছেন তিনি।

বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরী শামীম বিয়ানীবাজারের চারখাইয়ে বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করেছেন। অপর মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী ঘর নির্মানে সহায়তাএবং দ্বীনি বিভিন্ন প্রতিষ্টানে অনুদান প্রদান অব্যাহত রেখেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান পরিদর্শন এবং নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষকে আশ্বস্থ করছেন। অনুদান, মানবিক কাজে পিছিয়ে নেই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী। অনুদান-সহায়তার মাধ্যমে তিনিও সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হাফিজ ফখরুল ইসলাম রাস্তাঘাট সংস্কার, মসজিদ-শিক্ষা প্রতিষ্টানে অনুদান, দরিদ্র মানুষের সহায়তা দিয়ে বেশ আলোচনায় আছেন। গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমানও মানবিক কাজে পিছিয়ে নেই। তরুণদের কাছে টানতে তারা নানামুখি সহায়তা নিয়ে সর্বত্র আলোচনা চলছে।

 

এ বিষয়ে বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক ব্যবসায়ী এমরান হোসেন দিপক বলেন, স্ব-প্রণোদিত হয়ে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত হওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যের কল্যাণে ও অসহায়দের পাশে থেকে মহৎ গুণ ও বড় হৃদয়বানের পরিচয় দিচ্ছেন বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের প্রার্থীরা।

 

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য বলেন, চারপাশের বিভিন্ন সমস্যা, অসংগতি দেখেই দায়িত্ববোধ দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছেন সিলেট-৬ আসনের প্রার্থীরা। তাদের মহৎ কাজগুলো সাধারণ মানুষের মনে দাগ কাটছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কমলগঞ্জ প্রেসক্লাবে নতুন নেতৃত্বে শাওন ও আলম