বিয়ানীবাজার-গোলাপগঞ্জে এনসিপির মনোনয়ন সংগ্রহ করেছেন সানি
- আপডেট সময়ঃ ০৩:২৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ৯০ বার পড়া হয়েছে।

সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক শাহরিয়ার ইমন সানি। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামে। তিনি বর্তমানে এলএলবিতে অধ্যায়নরত। শাহরিয়ার ইমন সানি জুলাই আন্দোলনের সম্মুখ সারির সক্রিয় সংগঠক।
তিনি বলেন, এলাকার মানুষের মৌলিক সেবাগুলো নিশ্চিত করতে হলে প্রয়োজন আন্তরিক উদ্যোগ, দূরদর্শী পরিকল্পনা এবং স্বচ্ছ নেতৃত্ব। দেশের রাজনীতি আজ পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। জনগণ এমন নেতৃত্ব চায়, যারা শুধু ক্ষমতার রাজনীতি করবে না—মানুষের পাশে থাকবে সারাবছর, সুখে-দুঃখে, আশা-নিরাশায়। এনসিপি সেই দায়িত্ব নিয়েছে।
তিনি আরও বলেন, রাজনীতি মানে ক্ষমতা নয়, সেবা। দল মানে জনগণের শক্তি। সততা, দক্ষতা ও দূরদর্শিতাই আমাদের মূলমন্ত্র।




















