সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বিয়ানীবাজার-গোলাপগঞ্জে পোস্টার ছাড়া প্রচারে জৌলুস কম

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ১২:৩৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / ৭৬ বার পড়া হয়েছে।

প্রথমবারের মতো পোস্টার ছাড়াই শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাত ১২টার পর থেকে শুরু হওয়া ভোটের এ প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চালাতে পারবেন প্রার্থীরা।

তবে এবার পোস্টার না থাকায় সিলেট-৬, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনে জাতীয় নির্বাচনের প্রচারণা অনেকটাই জৌলুস হারিয়েছে। ভোটাররাও বুঝতে পারছেন না নির্বাচনের আমেজ।

নির্বাচনি প্রচারণা শুরুর প্রথম দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিয়ানীবাজার-গোলাপগঞ্জ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিয়ানীবাজার পৌরশহরের উত্তর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সফিক বলেন, পোস্টার ছাড়া জাতীয় নির্বাচন কেমন যেন ফ্যাকাসে লাগছে। কে দাঁড়াইছে না দাঁড়াইছে বুঝতে পারছি না। ভোটের প্রচারণার কোনো আমেজ নেই।

কিচেন মার্কেটের সবজি বিক্রেতা ফারুক আহমদ বলেন, ‘ভোটে কে দাঁড়াইছে বুঝতেছি না। কাকে ভোট দিমু।’ চা বিক্রেতা বাছিত এখনো নির্বাচনের আমেজ আঁচ করতে পারছেন না। তার দোকানে চায়ের কাপে চুমুক দিয়ে শফিকুল ইসলাম নামের একজন বলেন, ‘প্রার্থী কে চিনতে পারি না। ১২ তারিখে যে নির্বাচন তা-ও বুঝতে পারছি না। অনলাইনে প্রচার কীভাবে বুঝবো। সবার কাছে তো স্মার্ট ফোন নাই। আপনার (প্রতিবেদককে ইঙ্গিত করে) হাতে আছে, আমার হাতে কিন্তু নাই। আমার এলাকায় কে ভোটে দাঁড়িয়েছে আমি চিনতে পারছি না।’

এবার ভোটের প্রচারণায় মাইক ব্যবহারের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রাখা হয়েছে—দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে। তবে শব্দসীমা সর্বোচ্চ ৬০ ডেসিবেল রাখতে হবে।

বিয়ানীবাজার পৌরশহরের টমটম চালক জমির বলেন, ‘পোস্টার না হলে জাতীয় নির্বাচনে কাকে ভোট দিমু। ভোটে কে খাঁড়াইলো, নিজেগো লোক খাঁড়াইলো নাকি বাইরের লোক খাঁড়াইলো কিছু তো বুঝি না। আমরা ভোটটা দিমু কারে, পোস্টার না থাকলে প্রার্থী ক্যারা খাঁড়াইছে আমরা জানমু ক্যামতে। পোস্টার থাকলে তো মার্কা ও চেহারা দেইখা বুঝন যায়।’

মোহাম্মদ আলমগীর হোসেন। বয়স ৬০ ছুঁই ছুঁই। তিনি বলেন, ‘ভোটের আমেজ বোঝা যাচ্ছে না। পোস্টার ছাড়া নির্বাচন আরও খারাপ লাগছে। প্রচারণা শুরু হয়েছে কি না কিছুই বোঝা যাচ্ছে না।’

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন