শীতের আমেজে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে ধারণ করে বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিঠা উৎসব করার সিদ্ধান্ত নিয়েছেন সংবাদকর্মীরা। আবহমান গ্রাম-বাংলার চিরায়ত সংস্কৃতি ধারণ করে আগামী ১৭ জানুয়ারী শনিবার দিনব্যাপী প্রেসক্লাব সম্মুখে পিঠা উৎসব বাস্তবয়ন করতে প্রস্তুতি সভায় একত্রিত হন বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৩ জানুয়ারী) রাতে বিয়ানীবাজার প্রেসক্লাবের হলরুমে বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক দিলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনে সভাপতি এম এ ওমর। এসময় তাদের অনুমতিক্রমে পিঠা উৎসব পরিচালনার জন্য আহ্বায়ক ইমাম হাসনাত সাজু ও আব্দুল কাদির রাজুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক সামিয়ান হাসান, আলম শাওন, সদস্য মিছবাহ উদ্দিন, মো. হাফিজুর রহমান তামিম, অরুন বৈদ্য, আহমদ এহছানুল কাদির, সাদিক হোসেন এপলু, অজয় বর্মন, মোমিনুর রহমান রিপন, আব্দুল করিম, সারওয়ার খান, শরীফ আহমদ, শাহিন আহমদ,বায়েজিদ আহমদ,সানজু।
পিঠা উৎসবে নানা ধরনের দেশীয় পিঠা নিয়ে উদ্যোক্তাদের স্টল থাকবে। পিঠা উৎসবকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে প্রাণবন্ত আড্ডা, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করবে। পিঠা উৎসবে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্যসহ শুভাকাঙ্ক্ষী ও সর্ব মহলের অংশ গ্রহণে আহ্বান জানানো হয়েছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225