বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাদের যথাযথ আদালতে প্রেরণ করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সার্বিক সহযোগিতায় পৌর এলাকার শ্রীধরা গ্রাম থেকে ফয়সল আহমদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি রিয়াজ উদ্দিনের ছেলে।
এদিকে লাউতা ইউনিয়নের টিকরপাড়া এলাকা থেকে ৭০ পুরিয়া গাঁজাসহ রাজনা বেগম (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। মোল্লাপুর ইউনিয়নের লামা নিদনপুর গ্রামে পৃথক আরেক অভিযানে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ কবির আহমদ (৪৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তিনি মৃত তছির আলীর ছেলে।
থানা পুলিশের পৃথক অপর অভিযানে মোঃ আবুল হোসেন ভূইয়া (৪৫) নামে একজনকে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক গ্রেফতার করা হয়।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225