১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

বিয়ানীবাজার থেকে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো র‍্যাব

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৪:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ৬৪ বার পড়া হয়েছে।

সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের সুপাতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

রোববার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে স্থানীয় দত্ত বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মাটির নিচে চাপা দেয়া দেশীয় তৈরির মরিচা পড়া দু-নলা বন্দুক উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রটির দৈর্ঘ্য বাটসহ প্রায় ২১ ইঞ্চি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের কাছে বিয়ানীবাজারে অবৈধ অস্ত্রের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই তথ্য রয়েছে। এর ভিত্তিতে যেকোনো সময় বৃহৎ পরিসরে অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এর আগেই একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারকে গুরুত্ব সহকারে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। অস্ত্রটি কার, কিংবা পূর্বে কোনো অপরাধে ব্যবহৃত হয়েছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি সম্ভবত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এখানে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কারা এটি মাটি চাপা দিয়ে রেখেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী জানান, আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর জিডি মূলে এটি থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৯।

এ ঘটনায় বিয়ানীবাজার এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বিয়ানীবাজার থেকে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো র‍্যাব

আপডেট সময়ঃ ০৪:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের সুপাতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

রোববার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে স্থানীয় দত্ত বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মাটির নিচে চাপা দেয়া দেশীয় তৈরির মরিচা পড়া দু-নলা বন্দুক উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রটির দৈর্ঘ্য বাটসহ প্রায় ২১ ইঞ্চি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের কাছে বিয়ানীবাজারে অবৈধ অস্ত্রের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই তথ্য রয়েছে। এর ভিত্তিতে যেকোনো সময় বৃহৎ পরিসরে অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এর আগেই একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারকে গুরুত্ব সহকারে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। অস্ত্রটি কার, কিংবা পূর্বে কোনো অপরাধে ব্যবহৃত হয়েছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি সম্ভবত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এখানে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কারা এটি মাটি চাপা দিয়ে রেখেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী জানান, আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর জিডি মূলে এটি থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৯।

এ ঘটনায় বিয়ানীবাজার এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন