বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্রশাসক তফজ্জুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

- আপডেট সময়ঃ ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ৭৮ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্রশাসক, সালিশ ব্যক্তিত্ব ও সমাজসেবক মরহুম মো. তফজ্জুল হোসেন-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুম তফজ্জুল হোসেন ছিলেন বিয়ানীবাজার পৌরসভার প্রথম প্রশাসক এবং দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনকারী একজন দক্ষ স্থানীয় সরকার প্রতিনিধি। পৌরসভার প্রাথমিক উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো নির্মাণ ও নাগরিক সেবা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সময়েই পৌরসভা ভবন, ড্রেনেজ ও আলো-বাতির প্রকল্প বাস্তবায়িত হয়।
তফজ্জুল হোসেন স্থানীয় সালিশ প্রথায় ন্যায়নিষ্ঠ ভূমিকার জন্য সাধারণ মানুষের কাছে ছিলেন শ্রদ্ধেয় ও নিরপেক্ষ ব্যক্তি হিসেবে পরিচিত। সামাজিক বিরোধ মীমাংসা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য।মরহুম তফজ্জুল হোসেন মুক্তিযুদ্ধে শাদাতবরণকারী উপজেলার পৌর এলাকার নয়াগ্রামের তাহির আলীর তৃতীয় সন্তান ছিলেন। তিনি ১৯৯৮ সনে প্রথমে বিয়ানীবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে এ ইউনিয়ন পৌরসভা ঘোষিত হলে আইনী জটিলতার কারণে দীর্ঘদিন পৌর প্রসাশকের দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগে তিনি গত বছরের ৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।