আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা প্রকাশ করেছেন মো. জয়নুল ইসলাম।
তিনি বর্তমানে ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিয়ানীবাজার পৌর ৫নং ওয়ার্ডের সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫নং ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পশ্চিম নয়াগ্রাম এলাকার এই তরুণ সমাজসেবক দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়ন, শিক্ষা ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
স্থানীয়দের মধ্যে ইতিমধ্যেই তিনি সৎ, পরিশ্রমী ও সমাজসেবী হিসেবে পরিচিতি পেয়েছেন।
সম্ভাব্য প্রার্থী মো. জয়নুল ইসলাম বলেন,
“আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। বিয়ানীবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মানুষ অনেকদিন ধরে উন্নয়ন ও নাগরিক সেবার বঞ্চনায় ভুগছেন। যদি জনগণ আমাকে সুযোগ দেন, আমি ইনশাআল্লাহ ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়নে কাজ করব — রাস্তা-ঘাট, ড্রেনেজ, আলোকায়নসহ শিক্ষা ও যুব সমাজের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেব।”
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও দোয়া থাকলে উন্নয়ন, স্বচ্ছতা ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব।”স্থানীয় ভোটাররা জানান, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকায় জয়নুল ইসলাম এখন জনপ্রিয় এক মুখ হিসেবে পরিচিত হয়েছেন। অনেকেই আশা করছেন, তরুণ এই প্রার্থী নির্বাচনী মাঠে নতুন উদ্যম ও ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসবেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225