পবিত্র রমজান মাস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার প্রতিবন্ধীদের সেবায় অঙ্গীকারবদ্ধ একমাত্র সামাজিক সংগঠন বিয়ানীবাজার প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার কার্যালয়ে ৮ মার্চ রোজ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয় ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি গোলাম রাজা তোফা'র সভাপতিত্বে ও সহ-সভাপতি মাও: রেজাউল করীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপারর্স (বেগম খালেদা জিয়া)-র উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার উপদেষ্টা সমাজসেবক জামাল উদ্দিন খাঁ, আব্দুল কাদির, এনাম হোসেন (কাউন্সিলর), আবুল কাশিম আজাদ, বিয়ানীবাজার মানবসেবা সংস্থার সহ-সভাপতি আব্দুস সামাদ তাফাদার বাবেল, আব্দুল হাই স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা মাও: আবুল কালাম, লায়েছ তাফাদার, মফিক আহমদ।
উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অপু আহমদ, সাধারণ সম্পাদক মিলন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ (মেম্বার), কোষাধ্যক্ষ মিনহাজ আহমদ, প্রচার সম্পাদক মাসরাফি আহমদ, মেরাজুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।
বিয়ানীবাজার প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থাটি সূচনালগ্ন থেকেই বিয়ানীবাজার উপজেলার অসহায় বঞ্চিত প্রতিবন্ধীদের পাশে থেকে তাদের সেবায় কাজ করে আসছে। প্রতিবন্ধীদের ভাষায় দ্বীনি শিক্ষা প্রদান, খাদ্য, বস্ত্র, বাসস্থান সংস্কার, চিকিৎসা সেবা প্রদান সহ প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে ও তাদের অধিকার আদায়ের লড়াইয়ে কাজ করে আসছে।
প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ উপজেলার সকলের নিকট দোয়া ভালোবাসা ও সহযোগিতার জন্য আহবার জানিয়েছেন। বিয়ানীবাজারের নিজ এলাকার প্রতিবন্ধীদের তালিকা দিয়ে তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT