বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণির দেড় শতাধিক শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

- আপডেট সময়ঃ ০১:৩৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির দেড় শতাধিক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত এ পরিচিতিমূলক ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাজেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না।
সহকারি শিক্ষক আহমেদ তারেকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসীম কান্তি তালুকদার, উপাধ্যক্ষ খালেদা ইয়াছমিন।
শিক্ষাজীবনের এই নতুন অধ্যায় ভবিষ্যৎ গঠনের ভিত্তি হয়ে থাকবে জানিয়ে অতিথিরা বলেন শুধুমাত্র পাঠ্যবই পড়াই যথেষ্ট নয়, সততা, সময়ানুবর্তিতা, নৈতিকতা ও দায়িত্বশীলতা অর্জন করাও সমানভাবে জরুরি।
নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনের নতুন পরিবেশে মানিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পরামর্শমুলক বক্তব্য প্রদান করে নবীন শিক্ষার্থীদের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
শিক্ষক-শিক্ষিকার আন্তরিক পরামর্শে উচ্ছ্বসিত হয়ে নবীন শিক্ষার্থীরা জানান, নতুন পরিবেশের সাথে শিক্ষকদের আন্তরিকতা এবং অগ্রজদের পরামর্শ পেয়ে আত্মবিশ্বাস বেড়েছে।
বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে নবীনবরণ প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।