বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আটককৃতের কাছ থেকে ৯৮ হাজার পিস ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি ও পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরক্সা জব্দ করা হয়। ধৃত ব্যক্তি আবিদ আহমদ (২২) গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক এর দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সহযোগিতায় এসআই (নিঃ) হোসাইন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সাচান এলাকার জকিগঞ্জ টু সিলেট আঞ্চলিক সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ধৃত ব্যক্তির কাছ থেকে ৯৮ হাজার পিস বিড়ি জব্দ করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225