বিয়ানীবাজার মাতিয়ে গেলেন চিশতি বাউল

- আপডেট সময়ঃ ০৬:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার মাতিয়ে গেলেন জনপ্রিয় বাউল শামসেল হক চিশতি। শনিবার মধ্যরাত পর্যন্ত পৌরশহরের খ্যাতনামা সামাজিক সংগঠন গোলাবশাহ যুব সংঘ, কসবা-খাসার প্রতিষ্টাবার্ষিকী পালন উপলক্ষে অনুষ্ঠিত সঙ্গীত রজনীতে তিনি জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করেন। যদি থাকে নসিবে/আপনা আপনি আসিবে, বেহায়া মনটা লইয়া, বলবোনাগো আর কোনদিনসহ সময়ের জনপ্রিয় গানগুলোর সাথে দর্শক বেশ উচ্ছ¡াস প্রকাশ করেন। করতালি আর নিজের মত উল্লাসে বৃষ্টিভেজা রাত হয়ে উঠে আনন্দমুখর।
কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংগঠনের সভাপতি ছালেখ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ ও সহ-সাধারণ সম্পাদক আহমদ এহসানুল কাদিরের যৌথ পরিচালনায় হাজারো দর্শকের উপস্থিতিতে শুরুতে কেক কাটেন অতিথিবৃন্দ। এরপর স্থানীয় বাউল শিল্পী পথিক রাজু গান পরিবেশন করেন। চিশতি বাউল ৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের আনাচকানাচে গাইছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য ও গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নজরুল হোসেন, গোলাবশাহ যুব সংঘের উপদেষ্ঠা মছমন উদ্দিন আহমদ, শিক্ষক কবির আহমদ, এডভোকেট আবুল কাশেম, হুমায়ুন কবির আকিল, সাহাব উদ্দিন রানা, কবির আহমদ, কামাল হোসেন, কাওছার আহমদ শাবুল, সাবেক কাউন্সিলার সাহাব উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, গভর্ণিং বডির সদস্য মারুফ আহমদ, ছিদ্দিকুর রহমান, খায়রুল হাসান লিটন, শাহজাহান সিদ্দিক, উজ্জল আহমদ প্রমুখ।
কেক কর্তন পরবর্তী শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আরাফাত হোসেন, ক্রীড়া সম্পাদক জুবের আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শাকের আহমদ ও আমজাদ বিন হাসান।