বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউটের তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ০১:২৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে।

মিসবাহ উদ্দিন :বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউটের বার্ষিক তাবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী ক্যাম্পে ২০ জন রোভার ও ১৮ জন গার্ল-ইন-রোভার দীক্ষা গ্রহণ করেন। শনিবার (২৩ ফেব্রুয়ারী ) কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে দীক্ষা প্রদানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এতে সরকারি কলেজ রোভারে স্কাউট লিডার প্রভাষক মাসুদুল হাসান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজর সহযোগী অধ্যাপক প্রশান্ত মৃধা, সিলেট জেলা স্কাউট এর কোষাধ্যক্ষ এএলটি আব্দুল ওয়াদুদ, সহযোগী অধ্যাপক আব্দুর রহিম, প্রভাষক কামরুল ইসলাম, প্রভাষক সিরাজুল ইসলাম, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ রোভার স্কাউট লিডার প্রভাষক প্রতিমা রানি,
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পে অংশগ্রহণ করে সফলভাবে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে তোমরা এখন বাংলাদেশ রোভার স্কাউট সদস্য। সব সময় ভাল কাজের দিকে থাকবে । দেশকে এগিয়ে নিয়ে যাও বিয়ানীবাজার কলেজেকে উজ্জ্বল করো । যদি তোমরা ভালোভাবে কাজ করতে পারো তাহলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব ।
এসময় উপস্থিত ছিলেন , বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট এর সিনিয়র রোভারমেট ইমন আহমদ, নাবিলা খানম পুষ্প, সাবেক রোভার মেট মিসবাহ উদ্দিন, রেজাউল হক, মো:মামুনুর রশিদ, রোভার মেট কাসিম উদ্দিন, অভিয়েন্ট মুক্ত স্কাউট সভাপতি ময়েজ আহমদ সাজু, ইমরুল আহমদ, মামুন আহমদ, সুমি বেগম, ফারজানা আক্তার লিজা, তাহসিন হোসাইন, মির তাহসিন, ইফতেখার আহমদ, রুদ্র,প্রমুখ।
এর আগে গত বুধবার (২১ ফেব্রুয়ারী ) সকাল ৭ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন হয়। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারী ) রাতে রোভার সহচর ও সদস্যরা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান ও নাচ প্রদর্শন করেন।