বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে কলেজ অডিটোরিমায়ে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পূর্ব শাখা শিবিরের সভাপতি আবু আইয়ূব মন্জু।
কলেজ শাখার সেক্রেটারি তোফায়েল হাসান তোহার পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সাবেক সভাপতি ফরিদ আল মামুন, জেলা পূর্বের সাবেক সভাপতি রুকন উদ্দিন, ছাত্রশিবির জেলা পূর্বের প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ ও উপজেলা দক্ষিণ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম এবং উপজেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর জামায়াতের আমির মাও. জমির হোসাইন, ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সাবেক সাহিত্য সম্পাদক শফি আহমদ মুন্না, কলেজ শাখার সাবেক সভাপতি রেদওয়ানুল করিম রামিম ও তানভীর এলাহী মজুমদার, উপজেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি আমিনুল ইসলাম, উত্তর শাখার সেক্রেটারি হামিদুল্লাহ আল সাইদ সহ আরো অনেকে।
বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীদের নৈতিক ও দক্ষতা ভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে পরিকল্পিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তারা আরোও বলেন, জুলাই বিপ্লবের মূল শক্তি ছিল বাংলার তরুণরা। তরুণরা ঐক্যবদ্ধভাবে জাতির ওপর চেপে বসা ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। আগামী দিনেও তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি ও প্রচেষ্টা যেকোনো ধরণের অন্যায় অবিচার রুখে দিয়ে এদেশকে নিয়ে যেতে পারে উন্নতির স্বর্ণশিখরে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT