বিয়ানীবাজার সরকারি কলেজে সরস্বতী পূজা-২০২৬ প্র’স্তু’তি স’ভা অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ১১:৪৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ১২১ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার সরকারি কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাব্বির রহমান। সভার সভাপতিত্ব করেন সম্মানিত শিক্ষক সহযোগী অধ্যাপক অমরেন্দ্র দেবনাথ।
সভায় ৯৯ সদস্যবিশিষ্ট পূজা উদযাপন কমিটি ঘোষণা করা হয়। এতে পৌরভ চন্দকে সভাপতি, সুদীপ্ত ঘোষ শ্রাবণকে সাধারণ সম্পাদক এবং প্রত্যয় কর্মকার অন্তুকে কোষাধ্যক্ষ নিযুক্ত করা হয়। এছাড়া কমিটির বিভিন্ন শাখার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
সভায় বক্তারা উল্লেখ করেন, সরস্বতী পূজা কলেজের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এবারের পূজাও সফলভাবে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


















