বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত তৃতীয় বারের মতো অধ্যক্ষ হিসেবে প্রফেসর মো. তারিকুল ইসলাম যোগদান করেছেন। বৃহস্পতিবার থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। রোববার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সভায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কলেজের সহকর্মীরা।
কলেজের সর্বশেষ অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান গেল ২৭ মার্চ অবসরে চলে যান। এদিন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রতিষ্ঠান প্রধান।
বিয়ানীবাজার সরকারি কলেজে যোগদানের পর থেকে বিভিন্ন মেয়াদে ও বিভিন্ন পদে দক্ষতার সহিত প্রায় ২০ ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রফেসর মো. তারিকুল ইসলাম। শেষ কর্মজীবন অবধি এখানেই কাটানোর ইচ্ছে তাঁর।
এই কলেজে যোগদানের পর থেকে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে রয়েছে তাঁর নিবিড় সখ্যতা। তাই আগামীতেও এই দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে এই শিক্ষাবিদ প্রথম মেয়াদে প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ ও দ্বিতীয় মেয়াদে প্রফেসর মো. রফিকুল ইসলাম মল্লিকের অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225