বিয়ানীবাজার সরকারি কলেজের অনার্স ভর্তি পরীক্ষা কেন্দ্র হিসেবে সরকারি মদনমোহন কলেজকে মনোনীত করা হয়েছে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা থেকে এ তথ্য জানা যায়।
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ টি বিভাগে মোট ৬৫০ টি আসন সংখ্যা রয়েছে। নির্ধারিত আসনের বিপরীতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭০৯ জন শিক্ষার্থী।আগামী ৩১ মে শনিবার অনুষ্ঠিতব্য এই ভর্তি পরীক্ষায় বিয়ানীবাজারে থেকে গিয়ে সিলেটে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেয়ার ঝুঁকি ও আর্থিক সঙ্গতির বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এখন উদ্বিগ্ন। বিয়ানীবাজার সরকারি কলেজেই এই কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা কেন্দ্র হিসেবে মনোনীত করা হলে সুবিধা পাবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225