বিয়ানীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণির জমজমাট ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ০১:৪৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে।

কড়া নিরাপত্তা ও বহিরাগতদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে বিয়ানীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হলো ২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন। সোমবার সকাল থেকেই নবীনদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ক্যাম্পাসে ঢোকার সময় মূল ফটকে দায়িত্বশীলরা শিক্ষার্থীদের আইডি কার্ড ও ভর্তি–সংক্রান্ত কাগজপত্র যাচাই করেন। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গেইটজুড়ে ছিল বাড়তি নিরাপত্তা এবং শিক্ষকদের কড়া নজরদারি। চারটি পৃথক ক্লাসরুমে আয়োজন করা এ কর্মসূচিতে সহস্রাধিক নতুন শিক্ষার্থী উৎসবের আমেজে ভরপুর করে তোলে কলেজ প্রাঙ্গণ।
পরিচিতিমূলক ক্লাসে কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ ও উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম সহ শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠ্যসূচি, পরীক্ষানীতি, সহপাঠ কার্যক্রমসহ একাডেমিক জীবনের নানা দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের তাগিদ দিয়ে তারা স্পষ্ট করে বলেন— এই অধ্যায়ই ভবিষ্যতের সাফল্যের প্রথম সোপান।
ওরিয়েন্টেশনে নবীনদের উদ্দেশে বক্তারা ঘোষণা দেন, প্রতিটি দিন কাজে লাগান, নিয়মিত পড়াশোনা, শিক্ষক-শিক্ষিকার প্রতি সম্মান, সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও সততাই খুলে দেবে সফলতার দুয়ার।
প্রথম দিনেই নতুন পরিবেশের প্রাণচাঞ্চল্যে মুগ্ধ নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাস ঘুরে দেখেন এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে জানেন। শিক্ষার্থীদের অনেকেই ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কলেজের প্রথম দিনেই স্থির করে ফেলেন। যেন এক নতুন স্বপ্নযাত্রার সূচনা হল এ দিনেই। কলেজ জীবনের প্রথম দিনের ক্লাস করতে পেরে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন তারা।
এদিকে ওরিয়েন্টেশন সফল করতে বিভিন্ন ছাত্র সংগঠনও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে।