সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকায় বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (০৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে এই অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।
বিজিবির বিশেষ টহলদল জানায়, দুপুর ০১:৩০ ঘটিকায় সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ৩নং দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় এলাকায় মালিকবিহীন অবস্থায় ফেলে যাওয়া ২৩৪ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর
অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে দাখিল করা হচ্ছে বলেও তিনি জানান।
বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশ রোধে প্রতিদিনই নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225