০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনামঃ
বিয়ানীবাজার সীমান্তে ৫ শতাধিক ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময়ঃ ০৫:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার সীমান্তে ৫৯৫ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ২৭ হাজার ২৫০ টাকা।
বিজিবি সূত্র জানায়, রবিবার সকালে বিয়ানীবাজারের নয়াগ্রাম বিওপি এলাকায় বিজিবি-৫২’র একটি টহল দল মালিকবিহীন অবস্থায় গরু মোটাতাজাকরণ ট্যাবলেটগুলো দেখতে পায়। বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এগুলো জব্দ করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি-৫২’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
ট্যাগসঃ