বিয়ানীবাজার ৫২ বিজিবির অভিযানে মদ ও মোটরসাইকেলসহ দুই পাচারকারী আটক
জুড়ি প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী–ফুলতলা পাকা রাস্তা এলাকা থেকে মদ পাচারের সময় দুইজনকে আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। বুধবার সকাল ৬টা ৩০ মিনিটে সীমান্ত থেকে ২০০ গজ ভেতরে পরিচালিত এ অভিযানে ১২ বোতল মদ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ মোট ১ লাখ ৬৯ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— জতন যাদব (৩৮) ও সন্তোষ বুনার্জী (৩৩)। এসময় প্রেম সাগর (মুন্না) নামে আরও একজন পালিয়ে যায়। আটক আসামি ও জব্দকৃত মালামাল জুড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225