শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকায় বিভিন্ন পূজামন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা, কেন্দ্রীয় বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও সিলেট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির। তাঁর পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর নেতৃত্বে বিশ্বনাথ উপজেলা-পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মন্ডপ পরিদর্শন ও অনুদানের টাকা বিতরণ করেছেন। সোমবার (২৯ সেপ্টেবর) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলা ও পৌর শহরের পুরাণ বাজারস্থ শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন পূজামন্ডপ, সদর সার্বজনীন পূজামন্ডপ, জানাইয়া গ্রামস্থ জানাইয়া সার্বজনীন পূজামন্ডপ, লামাকাজির দিঘলী শিব ও দূর্গাবাড়ি পূজামন্ডপ, দিঘলী সুরমা বহুমূখী সংঘ পূজা মন্ডপ, দিঘলী একতা যুব সংঘ পূজামন্ডপ, ত্রীনয়নী চন্দ্রগ্রাম পূজামন্ডপ, সনাতন সংঘ চন্দ্রগ্রাম পূজামন্ডপ ও শ্রীশ্রী কালিবাড়ি কালিগঞ্জ পূজামন্ডপ সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন এবং অনুদানের টাকা প্রদান করেন। পুজামন্ডপ পরিদর্শনে গেলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। হুমায়ুন কবির আমেরিকায় থাকায় তার পক্ষে এ অনুদান প্রদান করেছেন বিএনপির নেতারা।
পূজামন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, উপজেলার দেওকলস ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, হুমায়ুন কবিরের একান্ত সচিব শামীম আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদিন, বাদশা মিয়া, পৌর বিএনপির সদস্য দিলোয়ার হোসে, উপজেলা যুবদলের সদস্য রুমেল আলী, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন, ইলিয়াস মিয়া, সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদ হোসেন শিপুল, জেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল নেতা তামজিদ আহমদ, মোহাম্মদ আলীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শারদীয় দুর্গা পূজামন্ডপ পরিদর্শনকালে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, বিশ্বনাথ একটি সম্প্রীতির উপজেলা। এখানে প্রতি বছরের ন্যায় এবারও নিরাপদে ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, এখানে আমাদের পরিচয় আমরা সবাই ভাই-ভাই বাংলাদেশী। দলমত, ধর্ম-বর্ণ, নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে।
তিনি আরোও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এবং আমাদের নেতা হুমায়ুন কবির নির্বাচিত হলে তিনি মন্ত্রী হবেন। হুমায়ুন কবিরের নেতৃত্বে বিশ্বনাথ-ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন ও উপজেলার বিভিন্ন মন্ডপে আর বেশি বরাদ্ধ প্রদান করা হবে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225