বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পৃথক মতবিনিময় সভার আয়োজন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। প্রতিটি ইউনিয়নের স্থানীয় নেতাকর্মী, বিশিষ্টজন ও এলাকার গণ্যমান্যদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।প্রথম দিন, ২৭ জুন শুক্রবার, তিনটি ইউনিয়নে সভা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় লামাকাজী ইউনিয়নে সভা হবে এক্সেল লামাকাজীতে। বিকেল ৪টায় খাজাঞ্চি ইউনিয়নে রাজাগঞ্জে এবং সন্ধ্যা ৭টায় রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
২৮ জুন শনিবার, দৌলতপুর ইউনিয়নে দুপুর ২টায় দশপাইকা বাজারে, এবং দশঘর ইউনিয়নে বিকেল ৫টায় জি.এম সেন্টার দশঘরে সভা হবে। একই দিনে সন্ধ্যা ৭টায় দেওকলস ইউনিয়নের গুদামঘাটে (সাদিক এর বাড়ি) অনুষ্ঠিত হবে আরেকটি সভা।শেষ দিন, ৩০ জুন সোমবার, বিকেল ৫টায় বিশ্বনাথ ইউনিয়নের নাজির বাজারে এবং সন্ধ্যা ৭টায় অলংকারী ইউনিয়নের পনাউল্লা বাজারের শাহজালাল সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT