বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দুটি দিন অত্যন্ত আনন্দের ঈদুল ফিতর ও ঈদুল আযহা ইসলামের আনন্দ উৎসব এর মধ্যে রয়েছে ইসলামের মুল শিক্ষা মানবতার, শান্তি, কল্যান সাধনের প্রশিক্ষন,মুসলিম উম্মাহর এক জাতীয় দিন ঈদ আরবি শব্দ অর্থ :খুশি আনন্দ, মুমিন মুসলিমদের অন্তরে সৃষ্টি হয় আনন্দের প্রবাহিত হয় খুশির জোয়াড় ঈদের খুশি আলোড়িত করে প্রতিটি মুসলিম প্রাণ কে
ঈদুল ফিতর শব্দটি এসেছে ফিতরা থেকে, গরিব দু:খি কে খুশির আওতাধিন করার ব্যবস্তা , ফিতরার খুশি রোযাদার মুসলমানগন এদিন সাদাকাতুল ফিতরা আদায় করে গরিব দু:খি অভাবি, এতিম মুসলিম নর-নারিকে ঈদের খুশি ভাগা ভাগি করার জন্য ইসলাম নিধারিত ফিতরা আদায় করার জন্য নির্দেশ দিয়েছে । আর সে অনাবিল আনন্দের বহি:প্রকাশের জন্য মুসলমানগন সমবেত হয় ঈদগাহে তারা দু:রাকাত ঈদের নামাজ আদায় করে বুকেবুক মিলিয়ে কুলাকুলি করে গরিব, ধনি, আমির ফকির ছোট,বড় সবস্তরের সাথে একে অপরে বিলিয়ে দেয় ঈদের খুশি মানবতার এমন নজির মুসলিম উম্মাহর মধ্যে ছাড়া আর অন্য কুথাও পাওয়া যায়না। এই বাস্তব প্রশিক্ষন, ঈদুল ফিতরের মাধ্যমে তা লাভ করে । সাদাকাতুল ফিতর সম্পর্কে বলা হয়েছে।, তা আদায় না হওয়া পর্যন্ত রোজাদারের রোজা আল্লাহর দরবারে পৌছায় না। তাই মুসলিম উম্মাহ দু:খি , মানবতার দু:খ মোচনের সুযোগ পেয়ে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদুলফিতর উদযাপন করে, বিশ্বমুসলিম ঐক্য ও সংহতি এবং মুসলিম চেতনার পুনরুজ্জিবিত করনে ঈদের গুরুত্ব অপরিশিম ঈদউৎসবের মাধ্যমে একদিকে আল্লাহর উপাসনা করা হয় অন্যদিকে মুসলিমদের মধ্যে সাম্যমৈত্রি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয় ধনি-গরিব, সব মানুষ এক আল্লাহর বান্দা তা স্বরন করিয়ে দেয় আর দূর হয় সকল কোলহ হানাহানি ,এজন্য ত কবি বলেছেন শুধু আনসার মুহাজেরিনের নাহি আজ সমাবেশ
মহামানবের মহা আহবানে মিলেছে সকলে
চরনে দলিনু অন্ধযুগের বংশ অহংকার
ভাই ভাই মিলে মুসলিম হও একপরিবার
নাই ভেদা ভেদ আজ সবি এক আদমের সন্তান আজ সবাই একত্রিত আদম সন্তান অহংকার কিসের তার।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT