০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় শাবির ৭ শিক্ষক

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ১১:২৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে।

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৭ জন শিক্ষক।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সমন্বিত জরিপে গত পরশু (২০ সেপ্টেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় স্থান পাওয়া ৭ জন গবেষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিমার সায়েন্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সুবহান, ফরেস্ট্রি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. নুরশাদ আলী ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন বলেন, ‘এলসেভিয়ারের এই তালিকা গবেষকদের উৎসাহ ও বিশ্বব্যাপী গবেষকদের স্বীকৃতি দিয়ে থাকেন। আমাদের বিশ্ববিদ্যালয়ও সেই তালিকায় জায়গা করে নিয়েছে, এটা আমাদের জন্য আনন্দের।’ তিনি আরও বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমাদের ব্যক্তিগত না। এটি শাবিপ্রবির অর্জন এবং তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণা।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন