
মধ্যবিত্ত চেরাগ মিয়ার একমাত্র সম্বল ছিল হাঁসের খামার।সেখানে প্রায় ৫০০ টি হাঁস ছিল।গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) বিষ খেয়ে এই খামারির ৩৩৫ টি হাঁস মারা যায়।এতে নিঃস্ব হয়ে পড়েন খামারী চেরাগ মিয়া।এ খবর গণমাধ্যমে প্রচার হলে সেই খামারীর জন্য নগদ আর্থিক অনুদান পাঠালেন জাতীয়তাবাদী দল বিএনপির( ভারপ্রাপ্ত )চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৮ নভেম্বর )জুড়ী
উপজেলার জায়ফর নগর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের খামারী চেরাগ মিয়ার হাতে অনুদানের নগদ ৫০ (পঞ্চাশ)হাজার টাকা প্রদান করা হয়।
তারেক রহমানের নির্দেশে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের তত্বাবধানে চেরাগ মিয়ার বাড়িতে এসে অনুদান প্রদান করেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ মাহফুজ ,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুড়ি উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী নিপার রেজা ,জুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান ,জুড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ গফুর মারুফ,ফয়সল আহমদ,জুড়ী উপজেলা ছাত্রদল এর সদস্য সচিব সোহেল আহমদ ,তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদল এর আহবায়ক আমির হোসেন ,সদর জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর খান প্রমুখ।
জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হাজী নিপার রেজা জানান,কিছুদিন পূর্বে জায়ফর নগর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের চেরাগ মিয়ার খামারের হাঁস মারা যাওয়ার খবর জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।পরে যুবদলের কেন্দ্রীয় সভাপতি ,সাধারন সম্পাদককে নির্দেশ দিলে তাদের তত্ত্বাবধানে জেলা যুবদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল চেরাগ মিয়ার হাতে নগদ টাকা তুলে দেন।এসময় স্থানীয় বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলাম।
খামারী চেরাগ মিয়া বলেন,প্রায় ১২ -১৪বছর থেকে আমার হাঁসের খামার রয়েছে। পাশের হাকালুকি হাওরে প্রতিদিন সকালে হাঁস ছেড়ে দিয়ে বিকালে বাড়িতে নিয়ে আসি।প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ও সকালে হাঁস ছেড়ে দিয়ে ক্ষেতের কাজে চলে যাই।পরে এসে দেখি প্রায় ৩৩৫ টি হাঁস মারা গেছে।যেখানে ছেড়ে গেছি তার আশেপাশের জমিতে কে বা কাহারা বিষ দেওয়ার কারনে হাঁস গুলো মারা যায়।এর পর থেকে অনেক দুশচিন্তায় ছিলাম।নিপার ভাইর মাধ্যমে তারেক জিয়া টাকা পাঠিয়েছেন,আমি অনেক খুশি।নতুন করে আবার ও হাঁস কিনতে পারবো।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225