বিয়ানীবাজারে ইসলামি ছাত্রশিবিরের ৪ ইউনিটের কমিটি গঠন

- আপডেট সময়ঃ ১১:৫৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের চার শাখার নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার স্থানীয় একটি অডিটোরিয়ামে ষাণ্মাসিক সাথী সমাবেশে বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের চারটি শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়। এতে উপজেলার দক্ষিণ, উত্তর, পশ্চিম ও বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি মারুফ আহমদ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রআন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি রুকন উদ্দিন, জেলা পূর্ব শাখার সেক্রেটারি আবু আইয়ূব মন্জু, বিয়ানীবাজার পৌর জামায়াতের আমীর মাও. জমির হোসাইন সহ জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেত্ববৃন্দ।
সমাবেশে সাথীদের সরাসরি ভোটে চার শাখার সভাপতি নির্বাচন করা হয় এবং সাথীদের পরামর্শে সেক্রেটারি মনোনিত করা হয়। নির্বাচিতরা হলেন —বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শাখা সভাপতি ফাতেহুল ইসলাম ও সেক্রেটারি আবু সাইদ, বিয়ানীবাজার উপজেলা উত্তর শাখা সভাপতি আব্দুল মুমিন ও সেক্রেটারি হামিদুল্লাহ আল সাঈদ, বিয়ানীবাজার উপজেলা পশ্চিম শাখা সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ ও সেক্রেটারি নুরুল আমিন এবং বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সেক্রেটারি তোফায়েল হাসান তোহা।
প্রধান অতিথির বক্তব্যে মারুফ আহমদ রাজু বলেন, ‘নতুন নেতৃত্বের মাধ্যমে শিবিরের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে ইনশাআল্লাহ।