০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

বিয়ানীবাজারে ইয়াবা-সহ আটক-১

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৫:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ৬ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার থেকে ৩ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। রবিবার সকালে বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র‌্যাব-৯।

আটক ব্যক্তির নাম মো. মঈন উদ্দিন (৫২)। তিনি সিলেটের জকিগঞ্জ থানার উত্তরকুল শ্রীখোলা গ্রামের মৃত আয়াছ আলীর ছেলে।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বিয়ানীবাজারে ইয়াবা-সহ আটক-১

আপডেট সময়ঃ ০৫:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

বিয়ানীবাজার থেকে ৩ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। রবিবার সকালে বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র‌্যাব-৯।

আটক ব্যক্তির নাম মো. মঈন উদ্দিন (৫২)। তিনি সিলেটের জকিগঞ্জ থানার উত্তরকুল শ্রীখোলা গ্রামের মৃত আয়াছ আলীর ছেলে।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন